জাহেদুর রহমান সোহাগ,স্টাফ রিপোর্টার;চট্টগ্রাম :
রাঙ্গুনিয়ায় একাধিক মামলার পরোয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সরফভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম শাহ আলম ওরপে কালা বাচা (৩৫)। সে উপজেলার সরফভাটা মৌলানা গ্রামের মৃত মনির আহমদের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলার পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় পরোয়ানাও রয়েছে। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার সরফভাটা মৌলানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’