রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ওমর বালাটারী গ্রামে। মৃত দুজনের নাম সাবের আলী (৫০) ও মুক্তারা বেগম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের সাবের আলী (৫০) ও তার স্ত্রী মুক্তারা বেগমের ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ৩ সন্তান রয়েছে। ঘটনার দিন গত সোমবার রাতে স্বামী-স্ত্রী দুজনে ঘরে শোয়। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাদের বড় মেয়ে নবম শ্রেণির ছাত্র সাথী বেগম কোচিং শেষে বাড়ি ফিরে ঘরের দরোজা বন্ধ পায়। তারপর অনেক ধাক্কা-ধাক্কি করে দরজা খুলে দেখে ঘরের তীরে তার বাবা সাবেরের গলায় ওড়না পেচানো দেহ। পাশে পড়ে আছে তার মা মুক্তারা বেগমের লাশ।
লাশ দুটির সুরতহাল রিপোর্ট শেষে গঙ্গাচড়া মডেল থানার এস আই মকবুল হোসেন জানান, সাবের আলী তার স্ত্রীর গলায় কাপড় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে। এরপর নিজে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০