মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন আবাসিক ভবনের সামনে থেকে অভিনব কায়দায় পেটে বেঁধে রাখা অবস্থায় ২ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল জলিল(৪২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আটক আব্দুল জলিল বড় আঁচড়া গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এএসআই শাহীন ফরহাদ সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন আবাসিক ভবন এর সামনে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা দুই কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী আটক।
বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস বলেন, দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।আটক মাদক সহ আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০