মৌলভীবাজার সদর প্রতিনিধি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই সাব্বির হোসেন ও এএসআই বায়েজিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মৃত লেফাস মিয়ার ছেলে ইয়াবা ডিলার, এলাকার মাদক সম্রাট নামে খ্যাত জাবেদ মিয়া ওরপে চাম্পা (৪০)কে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সাগরিকা হোটেলের সামন থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গ্রেফতার হওয়া মাদক ডিলার চাম্পা মাদক মামলায় অনেকবার জেল হাজতে যায়। গত মাস দু’এক আগে জেল হাজতে থাকার পর বেরিয়ে আসে। কিন্তু জেল হাজতে যাওয়ার পরেও মাদক ব্যবসা ছাড়েনি।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির হোসেন ঘঠনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চাম্পাকে কয়েকবার মাদক মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটি মামলায় গ্রেফতারের পর ২/৩ মাস পরেই জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু। গ্রেফতার হওয়া মাদক ডিলার চাম্পার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।