রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে কিশোরীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যার পর সরকারি কলেজ সংলগ্ন এক বাড়ি থেকে মৃত দেহটিউদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম আশা মনি (১৩)। সে ইঁভাটার শ্রমিক কামালহোসেনের মেয়ে। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-লাশের সুরতহাল রিপোর্ট সন্দেহজনক। তাই এটি হত্যা নাকি আত্মহত্যা পোস্টমর্টেম রির্পোর্টের পর বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০