রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে কাঠমিস্ত্রি রহমতুল্লাহ। সে ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আইজল শেখের ছেলে। রবিবার সকালে তার নিজবাড়ি থেকে বের হয়ে ঝিনাইনদীর তীরবর্তী চরচন্দ্রা গ্রামের চারণ ভূমির একটি ঘামাইর গাছের ডালের সাথে ঝুলন্ত মৃত দেহ দেখে পুলিশে খবর দেয়। পিতা আইজল শেখ জানান-গত শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে ভাবকী বাজারের বাস স্ট্যান্ডে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন মৃত দেহ পাওয়া যায়। ইউপি সদস্য লালন শেখ ও স্থানীয়রা জানিয়েছেন রহমতুল্লাহ একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। আগের দুই স্ত্রী ও ৩ সন্তানকে রেখে আরেক বিয়ে করে। এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী খালাতো বোন সাবিনা আদালতে মামলা দায়ের করেছে। জামালপুর সদর থানার ওসি সালেম উদ্দিন জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।