এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম চিত্তরঞ্জন বর্মন (৩৫)। সে নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় এলাকার কান্তিরাম বর্মনের ছেলে।
অপরদিকে শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারীর উপজেলার শিংঝাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল। আটক ওই নারীর নাম জায়েদা বেগম (৩৫)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার আজমাতা এলাকার আজিজুল হক ওরফে বাঙ্গালের স্ত্রী।
ওসি ইমতিয়াজ কবির ঘটনার সততা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।