ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

বোয়ালখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর সীমানা প্রাচীর ভাঙলো দুর্বৃত্তরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে চাঁদা না পেয়ে এক প্রবাসীর ক্রয়কৃত জায়গা সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় নিয়ে গেছে ঘর নির্মাণের সামগ্রী। এতে বাধা দেওয়ায় মারধর করার অভিযোগ করেন প্রবাসী মো. হাসান।

গত শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ৭ টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর বুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপজেলার পূর্ব চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে প্রবাসী মো. হাসান বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন। এতে শ্রীপুর সওদাগর পাড়ার মৃত শাহ আলমের ছেলে জালাল আহমদসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী মো. হাসান শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে বুড়া মসজিদের কাছে জায়গা কিনে সীমানা প্রাচীর দেন। এ জায়গায় ঘর নির্মাণের জন্য রড, সিমেন্ট ও ইট বালি আনলে আসামীরা বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় গত শনিবার সন্ধ্যায় ৭টার দিকে জালাল আহমদের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি জায়গার সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এতে বাধা দিলে প্রবাসী হাসানকে মারধর করে এবং ঘর নির্মাণের সামগ্রী রড এবং সিমেন্ট নিয়ে যায়।

প্রবাসী মো. হাসান বলেন, মো, জালাল আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। এ ঘটনার আগেও সীমানা প্রাচীর নির্মাণের সময় টাকা দাবি করেছিলো। ওই সময় নিরুপায় হয়ে জালালকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। এবার ঘর নির্মাণ করতে গেলে আবারও টাকা দাবি করে জালাল। তাতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এ ঘটনা করেছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বাদীর লিখিত এজাহার পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

299 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার