ঢাকাবৃহস্পতিবার , ১২ জুনe ২০২৫
  1. সর্বশেষ

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মে ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

আখতারুজ্জামান,পলাশ(নরসিংদী)প্রতিনিধিঃ

নরসিংদীতে পাওনা ১০০ টাকার জন্য ইসমাইল হোসেন নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া ও এএসআই রেহান উদ্দিন সহ পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আফজাল হোসেন (৩৬) পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের আহসান মিয়ার ছেলে।

এর আগে,গত শনিবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় মাত্র ১০০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় ইসমাইল হোসেন (৩৫) কে। এ ঘটনায় (১২ মে) নিহতের স্ত্রী পারুল বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইসমাইল হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

তিনি পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

তথ্যটি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মামুন মিয়া জানান, নিহত ইসমাইল হোসেন অভিযুক্ত আফজাল হোসেনের কাছে ১০০ টাকা পেতেন।

এ নিয়ে গত শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আলীর দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন। 

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে উদ্ধার করে  পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  এরপর থেকেই পলাতক ছিল আফজাল হোসেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তারের পর আজ (শনিবার ১৭ মে) আদালতে তোলার পর সে ১৬৪ ধারায় ইসমাইল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেন।

এদিকে নিহতের স্ত্রী পারুল বেগম তার স্বামীকে হত্যা করার দায়ে আফজাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

#

183 Views

আরও পড়ুন

চকোবি এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক হেলাল, সোহাগ সদস্য সচিব নির্বাচিত

যেমন করে পাঙালরা উদযাপন করেন ঈদুল আজহা

টেকনাফে৪হাজার ইয়াবাসহ আটক-১

ঘোড়ায় চেপে হজ করতে মক্কায় তিন স্প্যানিশ

ঈদের খুশি ছড়িয়ে দিচ্ছে ‘আদর্শ সমাজ কল্যাণ পরিষদ’ শতাধিক পরিবারে পৌঁছেছে কোরবানির মাংস

সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদের পিঠায় পাঙালদের সংস্কৃতির স্বাদ

ত্যাগেই ঈদ
কুরবানির চেতনা ও আমাদের সামাজিক বাস্তবতা 

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ

আজ সম্ভাবনাময় তরুণ ইফতেখার এর জন্মদিন

মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে খুন!

নবাগত ইউএনও সুলতানা জেরিনের ব্যতিক্রমী ঘোষণা- উন্নয়নের নতুন আশার সূচনা