রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর আরব আলী (২১) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২ অক্টোবর সোমবার সকালে উপজেলার রাংটিয়া এলাকার একটি ঝিরি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরব আলী উপজেলার গৌরিপুর ইউনিয়নের পুর্ব বনগাঁও গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসি পাশ করার পর জীবিকার তাগিদে আরব আলী একটি ব্যাটারিচালিত ইজিবাইক ক্রয় করে চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করতো। ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আরব আলী ইজিবাইক চালাতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার। সোমবার সকাল ৭টার দিকে রাংটিয়া এলাকার এক কৃষক ঘাস কাটার জন্য গেলে পাহাড়ি ঝিরিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও শনাক্ত করেন। ওইসময় নিহত আরব আলীর শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ অন্যান্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।