সিয়াম আহমেদ, নারায়ণগঞ্জ।
নরায়ঙগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু সাইদ ছৈটকা (৩৫)নাম এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত সদস্যের নাম আবু সাঔদ ছৈটকা (৩৫)। বন্দুক যুদ্ধের সময়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) ভোরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে ।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ডাকাত সদস্য আবু সাইদ স্থানীয় জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। সে আড়াইহাজার ও সোনারগাঁও থানার একাধিক মামলার আসামি ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৬ অক্টোবর) বিকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জোকারদিয়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে রোববার ভোরে অন্য সদস্যদের আটক করতে ইলুমদী গ্রামে অভিযানে যায়।
এসময় তাকে ছিনিয়ে নিতে আগে থেকে সেখানে উৎ পেতে থাকা ডাকার সদস্যরা পুলিশের উপর হামলা চালায় ও গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
নিহত ডাকত সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।