মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
গ্রেফতারকৃতদের সকলের বাড়ি রাজশাহীর কাটাখালি এলাকায়। গ্রেপ্তারকৃত হচ্ছেন লোকের সংখ্যা সুরোজ আরিয়ান সোহান, নুর জামান ইসলাম, সৈয়দ আল হাসান পিন্টু ও সহযোগী এক নারী।
গ্রেফতার ভুয়া সাংবাদিকরা চট্টগ্রাম মেট্রো ঘ ০২-০৫৬১ নম্বরের একটি সাদা প্রাইভেট কার যোগে নাটোর শহরে যায়। সেখানে যুবলীগ নেতা কোয়েলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাদের নিকট থেকে দুটি ভিডিও ক্যামেরা, বিডি নিউজ ৯৯৯ ও আমার সংগ্রাম নামের কথিত অনলাইন পত্রিকার লোগো সম্বলিত বুম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ভুয়া সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক বহন সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়া লোকের সংখ্যা কম নয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০