মো: শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়ান ১১ বিজিবি। আজ ১৮ জুলাই আটককৃত মো: কামালকে আদালতে প্রেরণ করে পুলিশ।
সোমবার( ১৭ জুলাই) বিজিবির হাবিলদার মো: আব্দুল মালেক বাদী হয়ে ৫ জনের নামে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামীরা হলেন মো:কামাল(২৪),মো: নিজাম(২৩),মো: আলী হোসেন(২৮), মো: শুক্কুর আলী(৩০), মেহেদী হাসান সানি(২৭) এরা সবাই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে কম্বনিয়ার জারুলিয়াছড়ি এলাকা হতে তল্লাশি করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ৯২টি নীল রংয়ের পলিপাইজার প্যাকেটে ১৮হাজার ২শত ৫টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮০ হাজার বাংলাদেশী টাকা জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ইয়াবার বাজার মূল্য মোট ৫৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ।
এ সময় মাদক ব্যবসায়ী ৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও মো : কামাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম জানান, বিজিবি দাখিলকৃত এজাহার নামীয় মামলার আটককৃত আসামী মোঃ কামালকে আজ বান্দরবান চীফ জুডিসিয়াল আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞআদালত আসামী মোঃ কামালকে কারাগারে প্রেরণ করে। অন্যান্য আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।