ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে৩০হাজার পিস ইয়াবাসহ মোঃসালাম(৩৮)নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।আটক মোঃসালাম হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া২৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-১২,এফসিএন নং-২৫২৭০৯বাসিন্দা মৃত ছিদ্দিকের ছেলে।
শুক্রবার(১৫সেপ্টেম্বর)এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃআবু সালাম চৌধুরী।তিনি জানান,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যে সিপিসি-২ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালানো হয়।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।আটকের হেফাজতে থাকা৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়,সে একজন এফডিএমএন নাগরিক এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।