ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে জোরপূর্বকভাবে জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।

গত ৫ ডিসেম্বর টঙ্গীর দত্ত পাড়া কলা বাগান রোডে ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রুমান সরকার বাদি হয়ে মো.আমজাদ হোসেন গং (৩৫), হাবিব মোল্লা (৩৫) শাকিল (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুমান সরকার নামে এক ব্যবসায়ীর বাউন্ডারি ওয়াল জোরপূর্বকভাবে ভেঙ্গে নতুন বাউন্ডারি নির্মাণ করা চেষ্টা করেন আমজাদ হোসেন গংরা।

এ সময় বাদি তার জায়গার উপর বাউন্ডারি তোলার সময় পরিবারের লোকজন নিয়ে বিবাদীদেরকে জিজ্ঞেসাবাদ করিলে তাদের সকলের উপর অতর্কিতভাবে অজ্ঞাতনামা ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার, চাপাতি, লাঠি দিয়ে হামলা করেন। হামলায় বাদির ছোট ভাই নাজমুল, আদনান ও রুমান সরকারের ছোট চাচা জামাল উদ্দিন সরকার গুরুত্বর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় নাজমুল গুরুত্বর আহত হয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

এ ঘটনায় বাদি মো. রুমান সরকার জানান, এই জমি পৈতৃক ভাবে ৫০ বছর পূর্বে ক্রয় করেছি আমরা। জমির সকল খাজনা ৫০ বছর ধরে আমরা দিয়ে আসতেছি। জমির সকল দলিল আমাদের কাছে আছে, এর আগেও আমজাদ কিছু দুষ্কৃতকারীদের সহযোগিতা নিয়ে এই জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন আবার নব্য ভাবে কিছু দুষ্কৃতকারীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল করলে আমরা টঙ্গী পূর্ব থানায় অবগত করিলে বিবাদীরা মেরে ফেলার হুমকি প্রদান করে এবং আমার বাড়ি থেকে আমাকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে ও আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে।

অভিযুক্ত ৪৮ নং ওয়ার্ড বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক মো. শাকিল বলেন, আপনি সরেজমিনে এসে সত্যটা যাচাই করে নিউজ করেন। জানা মতে সেখানে কোনো বাউন্ডারি ওয়াল করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,এটা আমার পৈত্রিক সম্পত্তি। আপনারা যাচাই-বাছাই করে দেখেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আপনি সরেজমিনে গিয়ে দুই পক্ষের কথা শুনে যেটা সঠিক এবং সত্য তথ্য দিয়ে নিউজ করেন। বিএনপি নাম ভাঙ্গিয়া কেউ অপরাধ করলে তা বরদাস্ত করা হবে না।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

217 Views

আরও পড়ুন

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা

সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সনাকের মানববন্ধন

যাঁরা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট শুরু হয়েছে —————————————কয়ছর এম আহমদ

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

কক্সবাজারে আইনশৃঙ্খলা, যানজট এবং সুশাসন নিশ্চিতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চকরিয়া থানার ওসির তত্বাবধানে বিট পুলিশিং সভা

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ