জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে শারফুল বেগম (৩৮) নামের এক ভিক্ষুক নারী আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।
জানাযায়, ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ভিক্ষুক শারফুল বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৭ সেপ্টেম্বর শুক্রবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, মৃত শারফুল বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তার মা ও ভিক্ষাবৃত্তি করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সে একজন মানষিক রোগী ছিল। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। #
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০