স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
.
কক্সবাজারের চকরিয়া পৌর সদরে ভুয়া কবিরাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। জনস্বাস্থ্য যেন আজ হুমকির মুখে। ফুটপাত দখল করে
চকরিয়া পৌরশহরের চিরিংগার প্রধান সড়কের ফুটপাতে নিত্যনৈমক্তিক সাধারন মানুষ ও যুব সমাজকে বোকা বানিয়ে যৌন উক্তেজক ট্যাবলেট বিক্রির নামে কিছু অসাধু ক্ষতিপয়, ধাপ্পাবাজ প্রতারক চক্রদের লাইলেন্স বিহীন এমনকি কোন প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া ভুয়া নিজেকে পেশাদার কবিরাজ পরিচয় দিয়ে তাদের দৌরাত্ম্য বৃদ্ধিতে অতিষ্ট হয়ে হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগী জনগণ। অভিযোগ উঠেছে, কবিরাজ পরিচয়ে এসব প্রতারক,টাউট, ধাপ্পাবাজদের খপ্পরে পড়ে ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ সাধারন মানুষের কাজ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে অতিষ্ট হয়েছেন। ভুয়া কবিরাজদের বিরুদ্ধে ভ্রাম্যমান অাদালতের অভিযান জরুরী বলে মনে করছেন সচেতন মহল।