ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

গাজীপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ী সুলতান মিয়ার ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই অজ্ঞাতদের আসামী করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের লতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ডিম ব্যবসায়ী সুলতান মিয়া উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। বাবার সঙ্গে ব্যবসার দেখাশুনা করেন তিনি। বীর উজলী বাজারে ডিমের আড়ত রয়েছে তাদের।

সুলতান মিয়ার বাবা মিজানুর রহমান বলেন, “ব্যবসায়িক কাজে আমার ছেলে সুলতান মিয়া ও আড়তের ম্যানেজার জুয়েল রানা কাপাসিয়া বাজারের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকা উঠায়। এরপর তারা মোটরসাইকেলে করে আড়তের দিকে আসছিল। লতাপাতা বাজার সংলগ্ন সড়কের ঢালুতে এলে মাস্ক ও হেলমেট পড়া চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”

ডিম ব্যবসায়ী ও আড়ত মালিক মিজানুর রহমানের ছেলে সুলতান মিয়া বলেন, “আমি কথা বলতে পারছি না। তাদের ভয়ে আমি এখনো শঙ্কায় আছি।”

স্থানীয় একাধিক ডিম ব্যবসায়ী ও বিক্রেতা বলেন, “আগেও এ ধরেনের ঘটনা ঘটেছে। এমন ঘটনা ঘটলে আমরা কীভাবে ব্যবসা চালিয়ে যাব?”

লতাপাতা বাজার এলাকার বামনখলা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বলেন, “ডিম বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে এমন একটি ঘটনা শুনেছি।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

506 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

অপহৃতের ছয়দিন পর সিলেটের নিখোঁজ সেই ছয় রাজমিস্ত্রীকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

রক্ত পরিসঞ্চালন খরচ সকল হাসপাতালে ১ হাজার টাকা নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের

জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

সিজিপিএ ৩.৯৭ পেয়ে মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি

সাতদিন ধরে কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের ৬ শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে সালিশ বৈঠকে নিষ্পত্তি হলো বানীপুর গ্রামের দু’পক্ষের দ্বন্দ্ব

সুনামগঞ্জে শালিস বৈঠকে দু’পক্ষের দ্বন্দ্বের সমাপ্তি

৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত