ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার,,
কক্সবাজারের রামু’র গর্জনিয়া বাজার থেকে কোরবানি গরু নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১ আহত ২
২ জুন সোমবার রাত সাড়ে ১০,৩০ মিনিটের সময় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দু রহিমের ছেলে, পারভেজ (১৮) আহতরা হলেন চাকমারকুল ইউনিয়নের শাহ আহম্মদ সিকদার পাড়া এলাকার আহম্মদ হোসেন ও তার ছেলে ফোরকান।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, তার ব্যবসায়ী বাবা আহমদ হোসেন ও তার ভাইসহ গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন। গাড়ি না পাওয়ায় হেঁটে ফিরছিলেন তারা। কাউয়ারখোপের জাদিপাহাড় পৌছাঁলে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরুগুলো প্রথমে ছিনিয়ে নিয়ে যায়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় জানাজানি পর স্থানীয়রা গরু উদ্ধারে জড়ো হন। এ সময় স্থানীয়দের সঙ্গে যোগ দেন আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা গরু দুটি উদ্ধার করে বাড়ির দিকে রওনা দেয়। পরে পেছন দিক থেকে জাহেদসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের ধারালো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ, আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। আহত একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
এবিষয়ে রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, এ ঘটনায় জড়িত মেহেদী হাসান ও শাহেদ ইমরানকে আটক করা হয়েছে।