নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত তিন দিনে আত্মহত্যার চেষ্টা করেছে চারজন। হাসপাতাল সূত্রে জানা যায়,গত ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চারজন রোগী আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন,আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেচর গ্রামের শাহাজাহানের কন্যা ইয়াছমিন (১৪), লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজীর পাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রমিজ (৩৪), একই ইউনিয়নের গাইনাকাটা গ্রামের মোঃ ছৈয়দের ছেলে নজরুল (২০) এবং বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়ার আবদু শুক্কুরের ছেলে নেজাম উদ্দিন (২০)। তাদের সবাই ধানের পোঁকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তাদের অনেকের পরিবারের সাথে এবিষয়ে কথা বলতে চাইলে কেউই কথা বলতে রাজি হননি।