কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বসতঘরে ডুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় দেখে পেলায় মোনতাহা মনি নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নে মশরফ আলী পাড়ার মোহাম্মদ হাছান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মোনতাহার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক। যেকারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আহত মোনতাহা মনি পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, শুক্রবার (১সেপ্টম্বর) রাত ৮টার দিকে মোহাম্মদ হাছান আলীর স্ত্রী টিউবওয়েলে খাবার পানি আনতে যান। সেই সুযোগে হাছান আলীর ভাতিজা মোহাম্মদ ফোরকান (২৫) বাড়িতে প্রবেশ করে। আলমিরায় থাকা নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে। পালানোর সময় বাড়িতে পড়তে বসা মোনতাহা মনি তাকে দেখে ফেলে। এসময় ফোরকান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। ফোরকান হাছান আলীর আপন ভাই মোহাম্মদ হোছনের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জয়নব বেগম তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত মোনতাহা মনির বড় ভাই সালাউদ্দিন জানান, আমার পিতাসহ আমরা তিন ভাই বড়ঘোপ বাজারে হোটেল ব্যবসা করি। বাড়িতে আমার মা ও ছোট বোন থাকে। নতুন বাড়ি নির্মাণ করার জন্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা বাড়ির আলমিরাতে ছিল। বাড়িতে টাকা ছিল তা ফোরকান জানতে পারে। আমার মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ডুকে আমার ছোট বোনকে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গেছে ফুরকান।
স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোনতাহা মনিকে কুপিয়েছে তার চাচাত ভাই ফোরকান। মেয়েটির অবস্থা আশংকা জনক তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান।