স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে এক বছরের সাজাপ্রাপ্ত জাহির আলী নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মান্নান মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামী আদালত কর্তৃক চেকের মামলা নং ২৯২/২০২০ইং মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানায় গোপন সংবাদের বিত্তিতে ১১জুন সোমবার বিকেলে ছাতক থানার উপপরিদর্শক এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইসলামপুর ইউনিয়নের পাথারীপুর গ্রামে তার বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।