রুবেল হোসেন,উজিরপুর প্রতিনিধি,বরিশাল :
বরিশালের উজিরপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনয়নের যুগিহাটি গ্রামের আফজাল হোসেন চোকদারের মেয়ে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মেঘলা আক্তার(১৪) গত সোমবার সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে একই এলাকার ফরিদ মোল্লার ছেলে বখাটে তরিকুল ইসলাম (২২) তাকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে তরিকুল ইসলাম এলাকায় মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। মাদক সেবন করায় নাবালিকা ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়াও ইতিপূর্বেও ওই বখাটে ছাত্রীদের প্রায় উত্যক্ত করতো। এ ঘটনায় ছাত্রীর পিতা আফজাল চোকদার ১ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
এদিকে বখাটের পরিবার সুত্রে জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তাই তারা পালিয়েছে।
অফিসার ইনচার্য শিশির কুমার পাল জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০