জাহেদ হাসান, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলায় শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকারীরা প্রাথমিক ধারণায় বলছেন-নিহতদের জবাই এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পূর্ব রত্না বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, সকালে স্থানীয় রুকেন বড়ুয়ার বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে শিশুসহ ৪ জনের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলো-সুখি বড়ুয়া, মিলা বড়ুয়া, ৫ বছরের শিশু রবিন বড়ুয়া ও ৭ বছরের শিশু সনি বড়ুয়া।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো; কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নিকারুজ্জামান চৌধুরী। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।