জি এম টুটুল, সাভারঃ
..
আশুলিয়ায় ওয়াসিম আকরাম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল। এ সময় তার নিকট হতে ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওয়াসিম আকরাম ঢাকা জেলার ধামরাই থানাধীন সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ওয়াসিম আকরাম দীর্ঘদিন ধরে আশুলিয়া ও ধামরাই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে ধামরাই থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।