ডি এইচ মনসুর :
আনোয়ারা উপজেলার চাইনা অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন হাজীগাঁও পাহাড় থেকে ৩টি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
ওসি বলেন,অস্ত্র,মাদক,ডাকাতি,চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী মোহাম্মদ আলীকে (৪৫) গত ১৬ সেপ্টেম্বর অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। বিজ্ঞ আদালত আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে গত সোমবার তাকে পুলিশ হেফাজতে আনা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী পাহাড়ের ঝোঁপে বেশ কিছু অস্ত্র-শস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
গত মঙ্গলবার রাতে আসামীর তথ্য মতে ওই এলাকায় তল্লাশী চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।