ডি এইচ মনসুর :
আনোয়ারার একটি বক্স থেকে আনুমানিক ২০ কেজি গান পাউডার উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল ও সার কারখানা কাফকো এলাকা থেকে এসব গান পাউডার উদ্ধার করা হয়।
সকালে স্থানীয়রা ও কাফকোর সিকিউরিটি গার্ডরা একটি বক্স দেখতে পেলে তারা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্সটি খুলে দেখতে পায় এ বিপজ্জনক গান পাউডার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো কুচক্রী ব্যক্তি খারাপ উদ্দেশ্যে এ পাউডার এনেছিল। পরে এখানে ফেলে চলে যায়। এলাকার সিসি ক্যামরার ফুটেজ দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানা যায়।