রিজুয়ান হোসেন,আনোয়ারা :
আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের ইয়ার খাঁনের বসত ঘর থেকে অভিযান চালিয়ে ঘরের শয়নকক্ষ থেকে ১৫০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
১২ নভেম্বর বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে এই অভিযান
চালিয়ে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা হোয়াইকং গ্রামের হাজি আবুল হোসেনের পুত্র হাজি সোনা আলি(৬৩),আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের (বড় বাড়ীর) মোঃ বদরুজ্জামানের পুত্র মো রুবেল(২৭),আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মোঃ ইয়ার খান(৪৫)
আনোয়ারা থানার পুলিশ এএসআই রেজাউল করিম
বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি হাজি সোনা আলি(৬৩) টেকনাফ থেকে পেটের ভিতর ইয়াবা নিয়ে আনোয়ারা গুয়াপঞ্চক গ্রামের ইয়ারা খাঁনের বসত ঘর থেকে ইয়াবা প্রচার করতে অবস্থান নিয়েছে,তাই আমরা আনোয়ারা থানার একটি টিম আসামী ইয়ার খাঁনের বসত ঘরের শয়নকক্ষে তল্লাশি করে বালিশের নিচে একটি কালো পলিথিনের ভিতর ১৫`শত পিচ ইয়াবা (যার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) সহ তাদের তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ ইং সনের আইনের ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।