আনোয়ারা প্রতিনিধি:
সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসতেছে একটি বড় সিন্ডিকেট গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়নগর পাড়ার মাষ্টার বেলালের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ আলী আকবর প্রকাশ রাসেল(২২) কে হাতে নাতে আটক করেন আনোয়ারা থানা পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃত আসামীর বাসা থেকে ২টি ল্যাপটপ, ৩টি সিম বক্স, ২টি রাউটার এবং বিভিন্ন কোম্পানির ৯৬৪টি সিম সহ আরো অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আলী আকবর আরিফ পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত এই অবৈধ ব্যবসা করে আসতেছে৷ এই ব্যবসার সাথে মোঃ সাইফুল এবং রাজু নামের আরো দু'জন সহযোগী জড়িত থাকার কথা জানান।
এ ব্যাপারে আনোয়ারা থানায় আলী আকবর রাসেলের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধন ২০১০)এর ৩৫(২) /৫৫(০৭) ধারায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০