ডি এইচ মনসুর :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে কাদের খান (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় পশ্চিম চাল ২ নম্বর ওয়ার্ড কানু চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাদের খান আনোয়ারা উপজেলার পশ্চিম চাল এলাকার মোহাম্দ ইসমাইল খানের ছেলে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমি অবগত নই। এখনও পরিবার থেকে কেউ মামলা করতে থানায় আসেনি।’