আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে ৭৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম রাত ১১ টায় আদমদীঘির পোঁওতা রেলগেট এলাকায় ঢাকাগামী একটি নৈশ্যকোচ তল্লাশি চালিয়ে ৫০ পিস ফেনসিডিলসহ নওগাঁর মহাদেবপুর উপজেলার নারায়ন পূর্বপাড়ার নুরুন্নবীর ছেলে ফিরোজ আলী (১৯) ও থানার এসআই জাহাঙ্গীর আলম সান্তাহার সরকারি হার্ভে বিদ্যালয়ের নিকট থেকে ২৪ পিস ফেনসিডিলসহ সাঁতাহার এলাকার বজলুর রহমান বাচ্চুর ছেলে সোহের রানা ওরফে ফকু (৩০) কে গ্রেফতার করে গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।