মোঃ মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সান্তাহার বাঁশহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর বোয়ালিয়া গ্রামের শিপলু (৩১) ও এনায়েতপুর গ্রামের মিঠু (৩০)। এ ব্যাপারে ৩জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) মিনার আলী জানায়, গত শুক্রবার রাতে মাদক বিরোধ অভিযানের সময় সান্তাহার বাঁশহাটি মোড়ে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন তথ্যে ফোর্সসহ অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপলু ও মিঠু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় নয়ন নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
#