আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানের বাসায় দিনের বেলা চুরি সংক্রান্ত মামলায় নুর আলম নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নুর আলম দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। এ নিয়ে এই মামলায় ৮জনকে গ্রেফতার করা হয়। তবে চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি।
উল্লেখ্য ঃ গত ১৪ জুলাই বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক আলহাজ্ব হাবিবুর রহমানের বাসায় চোরেরা কৌশলে প্রাচীর টপকিয়ে শয়ন ঘরে ঢুকে ষ্ট্রিলের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও স্ত্রীর ব্যবহৃত আড়াই ভরি ওজনের সোনার গহনাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনার মামলা হলে পুলিশ বিভিন্ন সময় ৮জনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারি উপ-পরিদর্শক মিনার আলী জানায়, চুরি যাওয়া মালামাল উদ্ধারে বিভিন্ন কৌশল চলছে।