মো: মোমিন খান,স্টাফ রিপোর্টার (বগুড়া):
বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে এক কলেজ ছাত্রী (১৬)কে আবারো অপহরণের অভিযোগ উঠেছে।
গত শনিবার (২০ জানুয়ারী) বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনপাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে। এর আগে ২০২৩ সালে ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের ঘটনায় একই এলাকার মামুনসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় ওই সালের ২৩ জুলাই একটি অপহরণ মামলা করেন ছাত্রীর বাবা। মামলাটি বিচারাধিন রয়েছে। পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশনপাড়ার ওই ছাত্রীর বাবা বেলাল হোসেন জানান, তার মেয়ে নওগাঁ পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী গত বছর রাস্তা থেকে একই এলাকার মামুন ও তার সহযোগীরা মেয়েকে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে গেলে ২৩ জুলাই একটি মামলা করি। মামলাটি বিচারাধিন রয়েছে। মামলা করার পর থেকে মামুন ও তার সহযোগীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিত। গতকাল শনিবার দুপুরে খাবার পর মেয়ে তার মাসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলাম। বিকেল ৪টার দিকে আগের মামলার আসামী মামুন সহ তার সহযোগিরা ১০/১৫ টি মোটরসাইকেল য়োগে তার বাড়িতে ঢুকে তার ও পরিবারের লোকজনের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে ফিলম কায়দায় মেয়ের গলায় চাকু ধরে জোড়পুর্বক অপহরণ করে নির্বিঘেœ চলে যায়। এঘটনার পর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মেয়ে উদ্ধার ও অপহরনকারিদের গ্রেফতারের আশ^াস দেন। তিনি বলেন এখানকার রাজু বাহিনীর সদস্য মামুন একজন বখাটে তাদের ভয়ে বাড়িতে অবস্থান করা দায় হয়ে পড়েছে। ঘটনা তদন্তে যাওয়া থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ও অপহরনকারিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছেন।