মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া):
বগুড়ার আদমদীঘিতে শত্রæতামূলক একটি পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাছচাষী আবু বক্কর প্রামানিক গত শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি উপজেলার কদমা গ্রামের আবু বক্কর প্রামাণিক জানান, তিনি গত ৫ বছর যাবত আদমদীঘি উপজেলার প্রাসাদখালি গ্রামে একটি পুকুর লিজ নিয়ে তাতে বিভিন্ন প্রজাতির মাছচাষ করছিলেন। গত মঙ্গলবার রাতে শক্রতামুলক কেবা কারা ওই মাছচাষ পুকুরে বিষ দেয়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার পোনামাছ মরে নিধন হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।