মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার :
বগুড়ার আদমদীঘিতে নেশার ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালম আজাদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সান্তাহার বৈশাখী অটো রাইচ মিলের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালম আজাদ আদমদীঘি উপজেলার মুরইল বাজারের তছলিম উদ্দিনের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদমদীঘি সান্তাহার সড়কের বৈশাখী অটো রাইচ মিলের সামনে রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে নেশা জাতীয় ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালম আজাদ নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউলি করিম বলেন, গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।