আবুতৌহিদ, আটোয়ারী উপজেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ১৫ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী হাতে নাতে আটক করেছে আটোয়ারী থানার পুলিশ।
বুধবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার কুড়ুলিয়া ভুজারী পাড়া এলাকায় এক ইয়াবা ব্যবসায়ী কে আটক করা হয়।
আটক কৃত ইয়াবা ব্যবসায়ী ভুজারী পাড়ার বোদা পৌরসভার ০১নং ওয়ার্ডের শ্রী পদ্ম মহন বর্মন এর ছেলে শ্রী বিকাস চন্দ্র বর্মণ (২২)
পুলিশ সূত্রে জানা যায়,আটোয়ারী থানার এ.এস. আই কাব্য রায়ের নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো হলে এসময় ১৫ পিছ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।
এবিষয়ে আটোয়ারী থানার এ. এস.আই কাব্য রায় এবং এ.এস.আই মিজান জার্নালিস্ট ভয়েস.কম কে ইয়াবা ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান’,
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে ‘।