আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে
আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স মেহেদী হাসান,মহিবুল্লাহ ও বিপ্লবসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং গ্রামপুলিশ সাইফুল ইসলামের সহযোগীতায় চেয়ারম্যান পাড়াসস্থ আইয়ুব কলোনীর সামনে থেকে ইয়াবা ও গাঁজাসহ চকরিয়া উপজেলার উত্তর হারবাং রোড পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে মোঃমুনসুর আলী(৩৫),৪৫ পিচ ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন,গ্রেফতার হওয়া মোঃমুনসুর আলী বহুদিন যাবত এলাকায় মাদকজাত দ্রব্য বিক্রয় করে আসছে।এবং তিনি বলেন তাকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে।