ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

পেকুয়ায় এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২১, ১২:১০ পূর্বাহ্ণ

Link Copied!

পেকুয়া সংবাদ দাতা :

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ২ হাজার ১৫০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেছেন বাড়তি টাকা নেওয়ার ইখতিয়ার নেই তাদের।

পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উলফাত জাহান এ প্রসঙ্গে বলেন, এসএসসি পরীক্ষায় ফরম পূরণে বাড়তি ফি আদায়ে করার কোনো ইখতিয়ার নেই,তবে যদি অন্য স্কুলের নাম দিয়ে পরিক্ষা দিতে হয় কিছু বাড়টি নিতে পারে, এত বেশি টাকা নিতে পারে না।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার সরেজমিনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়,পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয় ৪ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি ভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ১৮৫০ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে,এই শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের এ নির্দেশনা মানছে না।
পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী মানবিক বিভাগের ফরম পূরণের জন্য নির্ধারিত ফ্রী ১৮৫০টাকা। অথচ আমাদের থেকে ফরম পূরণের জন্য চার হাজার টাকা দিতে হয়েছে।এর বাইরে আবার ৪ মাসের বেতন দিতে হচ্ছে,কিন্তু করোনার কারণে এত টাকা দিতে হিমসিম খেতে হচ্ছে আমাদের পরিবার,তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, আমাদের বাড়টি টাকা নেওয়ার কোনো ইখতিয়ার নেই,আমরা পাঠদানের অনুমতি পাই নাই তাই আমাদের পরিক্ষা দিতে হয় অন্য স্কুলের নাম দিয়ে,তারা যে রকম নিচ্ছে আমরা সেই রকম নিতে নিচ্ছি,আপনারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এবং বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না,এগুলো প্রাইভেট স্কুল, টিচারের এক মাসের বেতন কেউ দিতে পারবেন?

94 Views

আরও পড়ুন

নাগরপুরে নাবিক সাব্বিরের মুক্তির খবর শুনে তার পরিবারে খুশির বন্যা বইছে।

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ঈদসংখ্যার গুরুত্ব কি হারিয়ে যাচ্ছে?

যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ৫ দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন

বৈশাখ নিয়ে স্বপ্ন দেখা মৃৎশিল্পীরা, এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে

হজ্বের প্যাকেজে টাকা কমানোই এবছর সর্বোচ্চ ৮৪ হাজার হাজি হজ্বব্রত পালন করবেন- শেরপুরে ধর্মমন্ত্রী

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত গজনী অবকাশ

পত্নীতলায় গাঁজাসহ আটক-২

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন

একসাথে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ