ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় মহেশখালীর একই মহল্লার তিন আলোকিত মুখ।

প্রতিবেদক
নিউজ এডিটর
২ নভেম্বর ২০১৯, ১২:৪৩ অপরাহ্ণ

Link Copied!

এম.ফরিদ,চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯ -২০ সেশনে গত ৩০-১০-১৯ এ অনুষ্ঠিত বিবিএ অনুষদের ভর্তি পরীক্ষায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর একই মহল্লার তিন বন্ধুর অসাধারণ সাফল্যের বহিঃপ্রকাশ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিজেদের অসাধারণ মেধার বহিঃপ্রকাশ ঘটানো তিন জন হলেন-মহেশখালীর আলোকিত মুখ:মামুন, সিকান্দর এবং শারেক।

চালিয়াতলী গ্রামের আবু ছৈয়দের পুত্র মোঃ মামুন :মেরিট পজিশন ৪৭, টোটাল মার্কস =৯৯.৯৩০,এস.এসসি ২০১৭ ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়। এইচ এস সি সরকারি সিটি কলেজ ২০১৯।

মৃত আমির হামজার পুত্র সিকান্দর বাদশা: মেরিট পজিশন ২২৮, টোটাল মার্কস =৯৪.১৪০. এস.এস সি ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ২০১৭।

মোঃ ফোরকান (প্রকাশ ভুট্টু মাঝির পুত্র) মোঃ শারেক : মেরিট পজিশন ৩৯৪ ,টোটাল মার্কস =৯১.৫৪০ এস এস সি ২০১৬ উওর নলবিলা উচ্চ বিদ্যালয়। এইচ এস সি ২০১৯ উমরগনি এম ই এস কলেজ চট্টগ্রাম।

তাদের এহেন সাফল্যে আমরা সবাই পুলকিত, আনন্দিত, উৎপল্ল, উল্লাসিত ও উচ্ছ্বসিত। তারা যেন তাদের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে গড়ে তুলতে পারে,তাই সবার দোয়া কাম‍্য।

92 Views

আরও পড়ুন