ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ৩০ নভেম্বর, চলছে পদ-পদবী নিয়ে আলোচনার ঝড়

প্রতিবেদক
নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০১৯, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসছে আগামী ৩০ নভেম্বর-২০১৯ অনুুুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে জমে উঠেছে আলোচনার ঝড়। দীর্ঘদিন পর সম্মেলনের আয়োজনে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি’র নিজ উপজেলা হওয়ায় সম্মেলনকে ঘিরে এখন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি জমজমাট হয়ে উঠেছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সরব উপস্থিতিতে আবারো প্রাণ ফিরে পেয়েছে উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। পরিকল্পনামন্ত্রী’র দোয়া পাওয়ার জন্যই ব্যাকুল হচ্ছেন অনেক প্রার্থী। ছুটছেন সমর্থনের আশায় রাজধানী ঢাকায়।
এছাড়াও পদ-পদবী নিজেদের দখলে নিতে স্থানীয় নেতারা কেন্দ্রীয় ও জেলার নেতাদের পাশাপাশি তৃণমূলের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি তৎপর দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেইসবুকে সরব সমর্থকরা তাদের নিজেদের পছন্দমত প্রার্থীর পদ-পদবী দাবি করে ছবি ও রাজনীতির সারসংক্ষেপ তুলে ধরে দলীয় ফোরামের দৃষ্টি আর্কষণ করছেন। কেউ কেউ কিছু জায়গায় ইতিমধ্যে সম্মেলন সম্পর্কিত ব্যানার-ফেস্টুনও টানিয়ে প্রচারণা করছেন। আওয়ামী লীগের কমিটিতে পরিবর্তন আনতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নতুন নেতৃত্বের দাবি বলে শুনা যাচ্ছে তৃণমূলে।
এদিকে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একাধিক সূত্রের দাবি নতুন কমিটিতে যাদের ইমেজ ভালো তাদেরই স্থান দেয়া হোক। দলের জন্য নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তিকেই সর্বোচ্চ পদ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন সংগ্রামী নেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম,বর্তমান সভাপতি হাজী আব্দুল হেকিম,পশ্চিম পাগলার সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, উপজেলা যুবলীগের সভাপতি এড.বোরহান উদ্দিন দোলন,জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ও পূর্ব পাগলার সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খান।
সাধারণ সম্পাদক পদে পরিকল্পনামন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন ও জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এর নাম তুমুল প্রচারণায় থাকলেও নিরবে সম্মেলনের অপেক্ষায় আছেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা,এডভোকেট বশির উদ্দিন, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন। তবে পদ-পদবী প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে শোনা যাচ্ছে বিশ্বস্হ সূত্রে।

95 Views

আরও পড়ুন

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন